বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম ময়মনসিংহ জেলা শাখার উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ২০২৫ এবং এক্স ক্যাডেট ক্যাম্প ব্রম্মপুত্রে অংশগ্রহনকারী ২১৫ জন এক্স ক্যাডেটদের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২১শে মার্চ (শুক্রবার) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস গ্রীন পয়েন্ট রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ জেলা পুলিশের, পুলিশ সুপার কাজী আখতার উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্স ক্যাডেটদের হাতে সনদ তুলে দেন।
ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের উপাধ্যক্ষ জনাব নুরুল আফসার, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ.ন.ম মন্জুরুল ইসলাম ভুঁইয়া, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাশুক মেহেদী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই ডিসিপ্লিনের গুরুত্ব অপরিসীম। যারা নিয়ম ও শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে না পারে তাদের জীবন অন্ধকারেই থেকে যায়। আর যারা সুনির্দিষ্ট নিয়ম করে জীবনের প্রতিটি চলার পথ অতিক্রম করে তাদের জীবন সুন্দর হয়ে উঠে। আজকের এই বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের এক্স ক্যাডেট যারা তারা সুশৃঙ্খল তাই তাদের জীবন সুন্দরভাবে গড়ার প্রত্যয় জানিয়ে সমাজ ও দেশ গঠনের আহবান জানান তিনি।
এতে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম ময়মনসিংহ জেলার এক্স ক্যাডেট সদস্যগণ অংশ নেন।