বাংলাদেশে লাল সবুজের জার্সিতে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। হামজাকে বাংলাদেশের মেসি বললেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইঁয়া।
প্রথমবার এত বড় মানের প্রবাসী ফুটবলারের ছায়া পড়েছে বাংলাদেশ দলে। এ প্রসঙ্গে অধিনায়ক জামাল ভুইয়া বলেছেন, ‘হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড় যে আমাদের দলে আসছে। এটা তো আমাদের দলে লিওনেল মেসি আসার মতো বিষয়! আমি এভাবেই দেখছি বিষয়টাকে।’
হামজাকে ঘিরেই স্বপ্নের জাল বুনছে দেশের ফুটবলপ্রেমীরা। তার ছোঁয়ায় বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবল। নতুন এই সেনসেশনকে দিয়েই হতে পারে দিনবদলের শুরু। অধিনায়ক জামাল ভুঁইয়ার চোখে হামজা চৌধুরী বাংলাদেশের মেসি।
হামজা দেশের ফুটবলের জন্য এক গর্বের নাম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার ছোঁয়ায় বদলে যেতে পারে দেশের ক্লাব ফুটবলও।