বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, কোনো ধরনের চাঁদাবাজদের দলে রাখা হবে না। কোনো দোকান থেকে, বাজার থেকে বা ফুটপাতে দোকান বসিয়ে যদি কেউ সরাসরি বা পেছন থেকে চাঁদাবাজি করে তাহলে তাকে দলে রাখা হবে না।
বিএনপির এই নেতা আরও বলেন, কেউ যদি মাদকের ব্যবসায় কিংবা সরাসরি মাদকের সাথে জড়িত থাকে কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে দলের বা অঙ্গসংগঠনের কেউ যুক্ত থাকে তাহলে তাদের দলে রাখা হবে না। তাদের দায় দল বহন করবে না।
বৃহস্পতিবার রাতে পিয়ারী রহিম স্মৃতি সমাজকল্যাণ সংঘের আয়োজনে রাজধানীর ৪১নং ওয়ার্ডে দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই খাদ্য বিতরণের সহযোগিতায় ছিলেন ওই ওয়ার্ডের সাবেক কমিশনার হাজী লিয়াকত আলী।
তিনি আরও বলেন, মিডিয়াতে এখনো স্বৈরাচারের ছায়া রয়ে গেছে যারা বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা করছেন। সবাই এখন এক হয়ে কিভাবে বিএনপির সুনাম নষ্ট করা যায়, সেই চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সমাজের নারী-শিশুদের নিরাপত্তা প্রদান করতে সবাইকে যোদ্ধার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। মাগুরায় নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া আছিয়ার স্মৃতিচারণ করে নারী নির্যাতন শূন্যের কোটায় নামিয়ে আনার আশ্বাস দেন ইঞ্জিনিয়ার ইশরাক।